বাইশারী ছাত্রদল সভাপতির বোনের বিয়েতে রাজনৈতিক নেতাদের মিলনমেলা

Baisari beye- (1)
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বিপরীতধর্মী রাজনৈতিক বিশ্বাসের ধারক-বাহক হয়েও তারা একে অপরের সঙ্গে বাঁধা পড়েছেন আত্মীয়তার বন্ধনে। একজন ইউনিয়ন ছাত্রদলের প্রভাবশালী নেতা ও বিশিষ্ট ব্যবসায়ীর বোন অন্যজন ওয়ার্ড আওয়ামীলীগ নেতার ছেলে হওয়ায় আয়োজিত বিবাহ অনুষ্ঠান রাজনৈতিক নেতাদের মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার ২০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার সংলগ্ন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. জসিম উদ্দিনের নিজ বাড়িতে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের কনে জসিম উদ্দিনের বোন রোজিনা আক্তার (মনি)’র সাথে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুজ্জামান এর প্রবাসী পুত্র মো. ওবাইদুল হকের বিবাহ সম্পন্ন হয়।

বিবাহ অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপি সভাপতি ও রাজপুত্র সাচিং প্রু জেরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশিদ, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু মার্মা, আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, থানচি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংসায় ম্রয়, লামা মেয়র আমির হোসেন আমু, বান্দরবান জেলা যুবদল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর যুবদল সভাপতি সোহেল খান, সরওয়ার জাহান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, ডা. মো. ইসমাইল, ডা. সিরাজুল হক, বান্দরবান জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ রফিক বশরী, এডভোকেট মুহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আলম কোম্পানী, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাহাদুর, ছাত্রলীগ সভাপতি মো. শাহিন, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আবদুর রহিম, সাবেক ইউপি সদস্য সাবেকুন্নাহার, উপজেলা ছাত্রদল নেতা নুরুল আবছার সোহেল, সাইফুদ্দিন বাহাদুর, গণমাধ্যমকর্মী আবুল বাশার নয়ন, জাহাঙ্গীর আলম কাজল, মুহাম্মদ তৈয়ব উল্লাহ, চৌধুরী ইয়াহিয়া, মুফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন ও গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।

উক্ত বিয়ের অনুষ্ঠানে সকল স্তরের রাজনৈতিক নেতারা উপস্থিত হওয়ায় এলাকায় ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্ করা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন