বাইশারীতে ২৭ টি আনন্দ স্কুলে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

IMG_4624 copy

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অবস্থিত ২৭ টি আনন্দ স্কুলে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৩টার সময় বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত রক্স এর অর্থায়নে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদের পক্ষে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব নুরুন্নবী, সাংবাদিক আব্দুল হামিদ, সহকারী শিক্ষক মিজানুর রহমান, মো. বেলাল হোসেন প্রমূখ। এছাড়াও আনন্দ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সভাপতিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষক  আলহাজ্ব কামাল হোছাইন উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, সরকারের দেওয়া পোশাক ও শিক্ষা উপকরণ যাতে যথাযথ ব্যবহার করা হয় সেদিকে যেন লক্ষ্য রাখা হয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান যেন আরো উন্নতি হয় সে ব্যাপারে নজর রাখার জন্য জোর তাগিদ দেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন