বাইশারীতে সামাজিক মূল্যবোধ পরিবর্তনে আইসিডিপি’র কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

icdp-nc-news-pic-copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

শিশু বিবাহ, শিশু শ্রম, শিশুর শারীরিক ও মানষিক শাস্তি সম্পর্কিত সামাজিক মূল্যবোধ পরিবর্তনে সচেতনতা সৃস্টির লক্ষ্যে বাইশারীতে বিদ্যালয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এ কুইজ প্রতিযোগিতা নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে শাহ নুরুদ্দিন দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক একেএম রেজাউল হক।

প্রধান অতিথির বক্তব্যে একেএম রেজাউল হক বলেন, শিশু বিবাহ, শিশু শ্রম ও শারীরিক নির্যাতন শিশুর বিকাশকে বাঁধাগ্রস্থ করে। শিশুদের বিকাশের সুযোগ না দিলে তা দেশের জন্য চরম ঝুঁকি হয়ে দাড়াবে। মানসিকতার পরিবর্তন ঘটিয়ে শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আমরা সবাই অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প সংগঠক আবদুর রহমান, মাদরাসা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক আবদুর রশিদ, মাদরাসার সহ-সুপার মো: আবদুল্লাহ প্রমূখ।

এ কুইজ প্রতিযোগিতায় নির্দিষ্ট বিষয়ের উপর ২৯ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী অংশ গ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন