বাইশারীতে রাষ্ট্রীয় মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


বাইশারী প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় মহান একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টার সময় বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠন অমর একুশে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
সকাল সাড়ে ৯টার সময় আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন দলীয় কার্যালয় থেকে র‌্যালী সহকারে স্থানীয় শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানীর নেতৃত্বে পরিষদবর্গরা ফুল দিয়ে স্থানীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১টায় দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ভাষা শহিদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মংথোয়াইহ্লা মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক মেম্বার আব্দুর রহিম, মংলা মার্মা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, মংবাচিং চাক, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা ফরিদুল আলম, ধর্ম বিষয় সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, তথ্য ও গবেষণা সম্পাদক মফিজুর রহমান, শিক্ষা বিষয় সম্পাদক উছাথোয়াই চাক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এস.এন.কে রিপন, বাইশারী উচ্চ বিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও মাঠ পর্যায়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও শ্রমিকলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ভাষা শহীদদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন না বলে জানান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।
বাইশারী পুলিশ:
রাত ১২টা ০১ মিনিটের সময় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসার নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান একুশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাইশারী উচ্চ বিদ্যালয়:
সকাল ১০টার সময় বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাশ এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে স্থানীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা: 
বাইশারী শাহ্ নুরুদ্দিন দাখিল মাদ্রাসা সকাল সাড়ে আটটার সময় মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিমের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে স্থানীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া বেলা এগারটায় মাদ্রাসা হলরুমে অমর একুশের স্মরণে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়:
বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব মো. কামাল হোছাইনের নেতৃত্বে স্থানীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়া ছাত্র-ছাত্রীদের নিয়ে অমর একুশের ভাষা শহিদদের নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, আলোচনা সভার আয়োজন করেন।
বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাই স্কুল:
বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাই স্কুল, অধ্যক্ষ মো. হাসান আলী ও পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানীর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের নিয়ে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাছাড়া বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাই স্কুল মহান একুশের স্মরণে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী, অধ্যক্ষ মো. হাসান আলী, সহকারী অধ্যক্ষ মো. আবু নছর, মহিলা ইউপি সদস্য সাবেকুন্নাহার, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুর রহিম, আবু জাফর, সহকারী শিক্ষক নুরুল আমিন প্রমুখ।
বাইশারী ইসলামী বালিকা মাদ্রাসা:
বাইশারী ইসলামী বালিকা মাদ্রাসা অমর একুশে স্মরণে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহিদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া মাদ্রাসা হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রশিদ, সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম, মাওলানা মো. হোছাইন।
তুফান আলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়:
তুফান আলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক চাইহ্লাউ চাক এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটি ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয় সংলগ্ন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আই.সি.ডি.পি:
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প আইসিডিপি বাইশারী ইউনিয়নের পাড়া কেন্দ্রের পাড়াকর্মী, ছাত্র-ছাত্রীরা সিনিয়র পাড়াকর্মী ধুংচাই মার্মা, মনোয়ারা বেগম, অংমাচিং চাক, রোমানা জান্নাত, নিগার সুলতানার নেতৃত্বে স্থানীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অমর একুশে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আলীমিয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়:
আলীমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন চাকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বিদ্যালয় সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়:
লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নুর এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের নিয়ে স্কুল সংলগ্ন নিজেদের বানানো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া ইউনিয়নে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন