Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

বাইশারীতে আদালতের আদেশ অমান্য করে নালিশী জমিতে কাঁটাতারের বেড়া

IMG_4535 copy

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আদালতের আদেশ অমান্য করে এবং ১৪৪ ধারা ভঙ্গ করে নালিশী জমিতে কাঁটাতার দিয়ে ঘেরাবেড়া দেওয়া অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় জমির মালিক আশরাফুজ্জামান বাদী হয়ে ২৭ আগষ্ট শনিবার  নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।

বাদী আশরাফুজ্জামান বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া দক্ষিণ বাইশারী এলাকায় ১৭৮নং আর হোল্ডিং এর ৪ একর ৩য় শ্রেণী পাহাড়ি ভূমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসলেও গত কিছুদিন যাবত উক্ত ভূমিতে মধ্যম বাইশারী এলাকার বাসিন্দা মৃত শাব্বির আহামদের পুত্র আক্তারুজ্জামান সহ ৫ জন ব্যক্তি বিভিন্ন প্রকার স্থাপনা ও ঘর-বাড়ি নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে আশরাফুজ্জামান গত ৮/৮/২০১৬ইং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত বান্দরবানে ১৪৪ ধারা চেয়ে একখানা আবেদন ও পিটিশন মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৫৬/১৬।

বিজ্ঞ আদালত আবেদনটি আমলে নিয়ে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় পুলিশের মাধ্যমে গত ২৪ আগষ্ট নোটিশ জারি করেন। কিন্তু আক্তারুজ্জামান ও তার সহযোগিরা আদালতের আদেশ অমান্য করে গত  ২৬ আগষ্ট শুক্রবার রাতের আঁধারে বহিরাগত লোকজন নিয়ে নালিশী জমিটি কাটাতারের ঘেরাবেড়া দিয়ে ফেলে। ঐ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আরাফাতুল ইসলাম নামের এক যুবককে আটক করলেও ৮ ঘন্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

নোটিশকারী পুলিশের এএসআই সোলেমান ভূঁইয়া জানান, তিনি উভয়পক্ষকে আদালতের বিষয়টি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

এ বিষয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুছা জানান, তিনি বাদী আশরাফুজ্জামানকে পরামর্শ দিয়েছেন যারা আদালতের আদেশ অমান্য করেছে তাদের ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন