বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে খাগড়াছড়িতে মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত

khagrachari  silpakala academy acrubaitik displlay pic1, 13-04-2016
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে মনোমুগ্ধকর এক অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় টাউন হলে কানায় কানায় পরিপুর্ন দর্শকের উপস্থিতিতে এ প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রদশনীতে বিশেষ অতিথি পুলিশ সুপার মো: মজিদ আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দুই ঘন্টারও বেশী সময় স্থায়ী এ প্রদর্শনীতে অ্যাক্রোবেটিকরা মনোমুগ্ধকর নানা শারিরীক কসরৎ প্রদর্শন করে দর্শকদের মাতিয়ে রাখে।

উল্লেখ্য যে, বাংলাদেশ লিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় দেশব্যাপী আয়োজিত অ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসেবে খাগড়াছড়িতে ১৮৩তম এ প্রদর্শনী অনুষ্ঠিত হল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন