বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তির দাবিতে রামু প্রেসক্লাবে মানববন্ধন সমাবেশ

dsc_0762-copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার পাঠক নন্দিত ৮ পৃষ্ঠা রঙিন পত্রিকা দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক, লেখক, কলামিস্ট, প্রাবন্ধিক সাইফুল ইসলাম চৌধুরীর নি:শর্ত মুক্তির দাবিতে রামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানের সাথে একাত্মতা প্রকাশ করেন রামু রাইটার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রামুর লেখক সোসাইটি, রামু লেখক ফোরামসহ রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাহিত্যিক, সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার উপজেলা পরিষদ গেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী’র সভাপতিত্বে ও সাংবাদিক খালেদ হোসাইন টাপু’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক, আরটিভি’র জেলা প্রতিনিধি ও কক্সবাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহিম শাহিন, রামু প্রেস ক্লাব ও রাইটার্স ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, কবি, রামু লেখক সোসাইটির সভাপতি, প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, দৈনিক পূর্বকোণের নিজস্ব সংবাদদাতা রামু নীতিশ বড়ুয়া, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমের জেলা প্রতিনিধি আমান উল্লাহ আমান, বিজয় টিভির জেলা প্রতিনিধি এম শাহ আলম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, সাংবাদিক এ এইচ আমীন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবীলীগের সহসভাপতি আনছারুল হক ভুট্টো, দৈনিক কক্সবাজারের সাংবাদিক সোয়েব সাঈদ, রামু সৈনিক লীগের আহ্বায়ক মিজানুল হক রাজা, দৈনিক হিমছড়ি’র সাংবাদিক ওবাইদুল হক নোমান, দৈনিক আজকের দেশ বিদেশের সাংবাদিক আল মাহমুদ ভুট্টো, দৈনিক সাগর দেশের সাংবাদিক হাসান তারেক মুকিম, রামু রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবুল কাশেম সাগর, সাংবাদিক নুর মাহমুদ, রামু লেখক ফোরামের সভাপতি এম আতাউর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, দৈনিক কক্সবাজার বাণীর সাংবাদিক গোলাম মওলা, দৈনিক আমাদের কক্সবাজারের সাংবাদিক আবদুল মালেক সিকদার, রেফারী ওমর ফারুক মাসুম, রামু লেখক সোসাইটির সাধারণ সম্পাদক রণজিত কুমার দে, সাংগঠনিক সম্পাদক পলাশ আচার্য্য, অর্থ সম্পাদক রাজীব দে, দৈনিক আজকের দেশ বিদেশের সংবাদদাতা শওকত ইসলাম, যুবলীগ নেতা ইছহাক চৌধুরী পাখি, তাঁতী লীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, রাজারকুল যুবলীগ নেতা আবদুল মালেক, ছাত্রলীগ নেতা সোহেল ও নুরুল আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় কুচক্রী মহলের ইন্ধনে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মামলায় অফিসের কর্মযজ্ঞ চলাকালে বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে আটকের ঘটনা নজিরবিহীন ও ন্যাক্কারজনক। এটি একটি সংবাদপত্রের উপর সরাসরি হস্তক্ষেপ। ন্যাক্কারজনকভাবে গণমাধ্যম কর্মীদেরকে এভাবে গ্রেফতার করা হলে আগামীতে স্বাধীন মত প্রকাশের পথ রুদ্ধ হয়ে যাবে। তারা অবিলম্বে বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে নিঃশর্ত মুক্তি দিয়ে ডা. সালামকে মামলা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন