বর্তমান সরকারের সময় শিক্ষকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বর্তমান সরকারকে শিক্ষা ও শিক্ষক বান্ধব মন্তব্য করে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করনের মাধ্যমে শিক্ষকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে শিক্ষকদের আন্তরিক হতে হওয়ার আহ্বান জানিয়ে তিনি বরেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের হাত দিয়ে তৈরি হবে আগামীর স্বপ্ন।

মঙ্গলবার দুপুরের দিকে মাটিরাঙ্গা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও সহকারী প্রাথমিক সিক্ষা অফিসার কমল জ্যোতি চাকমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

দেশের শিক্ষা খাতে সরকারের সাফল্যের চিত্র তুলে ধরে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. মো. শামছুল হক বলেন, সরকার শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান আর সুযোগ সুবিধা দিয়েছে। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করেছে। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে শিক্ষকদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাদির আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র ত্রিপুরা, শামীমা আক্তার, দপ্তর সম্পাদক বীর লাল ত্রিপুরা, সাহিত্য সম্পাদক ফারুক খান প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন