বরকলে মারমা সম্প্রদায়ের জলকেলি উদযাপন

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলায় মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) উদ্যোগে ঐতিহ্যবাহী জল উৎসব, রশি টানাটানি ও বাঁশে উঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের খেলার মাঠে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জলকেলি উৎসবের উদ্বোধন করেন মারমা সংস্কৃতি সংস্থা (মাসাস), বরকল উপজেলা শাখার সভাপতি মংলাচিং মারমা।

এসময় ২নং বরকল সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মাসা মারমা, বরকল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিংহেন রাখাইন, বরকল মারমা কল্যাণ যুব সমিতির সভাপতি কায়গ্রীন মারমা, সাধারণ সম্পাদক রনি মারমা, সমিতির সদস্য মাপ্রু মারমা, নাইসাচিং মারমা, নাংরি রাখাইন, ব্যবসায়ী উজ্জল ত্রিপুরা, প্রুথোয়াই মারমা, মাসাউ মারমা, চাইল্যাতুলি গ্রামের কার্বারী মালাচিং মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উৎসব উপভোগ করেন।

জলকেলী উৎসবে নারী-পুরুষের ১৫টি দল অংশগ্রহণ করে। রশি টানাটানি খেলায় পুরুষের ৩টি দল ও মহিলার ২টি দলসহ ৫টি দল খেলায় অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন