বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনো ত্রাণের অভাবে হাহাকার করছে

রামু প্রতিনিধি:
বিএনপি কেন্দ্রিয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এখনো পর্যাপ্ত ত্রান না পেয়ে হাহাকার করছে। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটে চলছে মানুষের দূর্ভোগ। জনগণের সমস্যা সমাধানের সরকারের নেতাকর্মীরা এখন লুটপাটে ব্যস্ত রয়েছে। জনগণের রায়ে এ সরকার ক্ষমতায় আসলে জনগণের সমস্যায় বসে থাকতো না। তিনি অবিলম্বে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছ দাবি জানান। রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দীন রাশেদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারকে চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (২ আগষ্ট) বিকালে চাল বিতরণকালে রামু উপজেলা বিএনপির উপদেষ্টা আখতারুল আলম চৌধুরী, বিগত উপজেলা পরিষদ উপ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, রাজারকুল বিএনপি সভাপতি সিকদার শফি উল্লাহ মনছুর, সাধারণ সম্পাদক মোর্তজা হাসান মানিক, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক টিপু সুলতান চৌধুরী, প্রচার সম্পাদক শাহনুর উদ্দিন বাবু, সহ সভাপতি ফয়সাল কাদের, চাকমারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুফিদুল আলম, উপজেলা যুবদল আহবায়ক আবছার কামাল, যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন, রাজারকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আহমেদ ছৈয়দ ফরমান, রাজারকুল ১নং ওয়ার্ড মেম্বার ছৈয়দ নুর, ২ নং ওয়ার্ড মেম্বার শামসুল আলম, তাহের মেম্বার, ৬ নং ওয়ার্ডেও মেম্বার আবদুল গফুর, ৫ নং ওয়ার্ড মেম্বার আবদুর রহিম, রাজারকুল বিএনপি নেতা হাজ¦ী আবদুল মজিদ, আমান উল্লাহ সওদাগর, জয়নাল আবেদিন, ছাত্তার মিয়া, সৈয়দ নুর, নজির আহমদ, রাজারকুল যুবদল আহবায়ক শহিদ উল্লাহ, যুগ্ন আহবায়ক সিরাজ উল্লাহ, দানু মিয়া, মোসলেম উদ্দিন, ফতেখাঁরকুল যুবদল আহবায়ক মনোয়ার আলম, যুগ্ আহবায়ক হেমসেল সরওয়ার, রাজারকুল ছাত্রদল সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ, গর্জনিয়া যুবদল আহবায়ক আবদুল মালেক, রাজারকুল ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডেও সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ উপজেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল  ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন