বঙ্গোপসাগর থেকে বন্যহাতির শাবক উদ্ধার

teknaf news & pic  2-2-15   (4) copyটেকনাফ প্রতিনিধি:

পাহাড়ের বন্যহাতির শাবক বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছে জেলেরা। সোমবার দুপুরে জেলেরা হাতির শাবকটি উদ্ধার করে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় নয়াপাড়ার নুর হোসেন ও রুবেল প্রকাশ পুতিয়া শাহপরীরদ্বীপের গোলারচর সংলগ্ন এলাকায় মাছ শিকাররত অবস্থায় একটি কালো রঙ সাদৃশ্য বস্তুর মতো কিছু একটা দেখতে পায়। পরে জেলেরা ওটার কাছাকাছি গেলে দেখতে পায় একটি হাতির শাবক। শাবকটির গলায় রশি রয়েছে। পরে ওই রশিটি নৌকার সাথে বেঁধে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ায় নিয়ে আসে। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে খবর দিলে নয়াপাড়ার বিওপির বিজিবি সদস্যরা হাতিটি তাদের হেফাজতে রাখে।

টেকনাফ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, হাতির শাবকটি বিজিবি ব্যাটালিয়নে হেফাজতে রয়েছে। হাতিটি এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমিয়েছে। ধারণা করা হচ্ছে হাতিটি মিয়ানমার থেকে ভেসে আসতে পারে নতুবা ট্রলার নিয়ে কোথাও পাচার করে থাকতে পারে।

টেকনাফ পরিবেশ অধিদপ্তরের সিআইডিও কর্মকর্তা আবদুল মালেক হাতি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, হাতির আকার দেখে বোঝা যায় এটি মিয়ানমার থেকে ভেসে এসেছে। হাতিটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন