বঙ্গবন্ধু’র স্বপ্নের বাংলা গড়তে আ’লীগ নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে কাজ করতে হবে

Chakaria Pic 06-04-17,
চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, এখনও সময় আছে সঠিক পথে রাজনীতি করুন, দলকে মাঠ পর্যায়ে জনবান্ধব হিসেবে তৈরী করুন। আপনাদেরকে এমন ভাবে এগিয়ে যেতে হবে আগামী নির্বাচনে দেশরত্ম শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাকে ক্ষমতায় দেখতে চাইলে অতীত ও বর্তমান সময়ের সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদেরকে আওয়ামীলীগের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে সব ধরণের ভেদাভেদ ভূলে সংগঠনের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে। দলের ভেতরে নেতাকর্মীদের মাঝে বিভক্তি আর গ্রুপিং থাকলে কোনদিন বঙ্গবন্ধু’র সোনার বাংলা বাস্তবে রূপ পাবেনা। অতীতে চকরিয়া জনপদে আওয়ামীলীগে অনেক ধরণের বিভাজন হয়েছে। দলের স্বার্থে এখন থেকে আমরা বিভাজন আর বিভেদ চাইনা। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে শপথ নিতে হবে আমরা ভেদাভেদ ভূলে গেছি, মনে রাখবেন নিজেদের মধ্যে বিভেদ থাকলে এর সুযোগ নেবে বিএনপি জামাত জোট। সেই সুযোগে তাঁরা ক্ষমতায় আসতে পারলে খালেদা জিয়া হবে রানী, আর তাঁর ছেলে তারেক জিয়া হবে দেশের রাজা। তখন আওয়ামীলীগের কোন নেতাকর্মী তাদের রোষানল থেকে বাঁচতে পারবেনা। বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান, বদরুল হাসান মিল্কী। বর্ধিত সভায় চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক রির্পোট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, বশির আহমদ, আবু তালেব, আমান উল্লাহ আমান, নুরুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র ও ৩নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশিরুল আইয়ুব, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, কাউন্সিলর রেজাউল করিম, সেলিম সিকদার লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম রাসেল, বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বদিউল আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল হক সিকদার, পৌরসভা আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, কাউন্সিলর নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার কবির হোসেন, তাজুল ইসলাম, ডা. রতন কুমার সুশীল, মনিরুল ইসলাম, সেকান্দর বাদশা নাগু, আনোয়ার হোসেন, আলহাজ নজরুল ইসলাম, হুমায়ুন কবির কমিশনার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন মেম্বার, মনছুর আলম, সফুর আলম, মোহাম্মদ ইসহাক, জয়নাল আবেদিন, জমির উদ্দিন মেম্বার, কাউন্সিলর জামাল উদ্দিন, আমির হোসেন আমু, আমির হামজা, পৌরসভা মহিলা আওয়ামীলীগের নেত্রী রিনা আক্তার,  পৌরসভা আওয়ামীলীগ নেতা শাহ আলম, আবদুর রশিদ, ডা.আসাদুল ইসলাম, সুলতান আহমদ, গণী মোছাদ্দেক, ইমাম হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সদস্য করিবাজ ফজল করিম চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, পৌরসভা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক মো.আবদুল হামিদ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রানা পারভেজ, সাবেক পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো.সোহেল রানা প্রমুখ।

প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বর্ধিত সভায় পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, আগামীকাল (শুক্রবার) থেকে আপনারা দলের জন্য মাঠ পর্যায়ে গিয়ে কাজ শুরু করুন। ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ করুন, দলের মধ্যে বিভাজন দুর করে শক্তিশালী সংগঠন তৈরীতে কাজ করুন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন