ফতেখাঁরকুল ইউপির উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

0001127754388-copy

রামু প্রতিনিধি :
রামু উপজেলার সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭ম বারের মত ইউনিয়ন ভিত্তিক ৩য় শ্রেণী মেধা বৃত্তি পরীক্ষা মঙ্গলবার (২০ ডিসেম্বর ) খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফতেখাঁরকুল চেয়ারম্যান, মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম, চেইন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ কুতুবী, সহকারি শিক্ষক কিশোর কুমার ধর, মো. সরওয়ার, শওকত আমীর, ব্যবসায়ী আসাদ উল্লাহ, ইউপি সচিব নিরোদ বরন পাল, ইউপি সদস্য যথাক্রমে জাফর আলম, আবুল বশর, এস এম মোর্শেদ আলম, নুর আহমদ, সন্তোষ বড়ুয়া, কামাল উদ্দিন, লিটন বড়ুয়া, রোকন উদ্দিন, মোবারক হোসেন, সাবেকুন্নাহার, নুরুন্নাহার বেগম ও রাশেদা খানম প্রমুখ।

কেন্দ্রের প্রধান পরীক্ষক নাছিরা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম জানান, বৃত্তি পরীক্ষায় ফতেখাঁরকু ইউনিয়নের বিভিন্ন স্কুলের মোট ৮৯ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে প্রবাহিকা বড়ুয়া বেবী, সুবাইয়া বিনতে, ইবনে আবিদ মিজবা, তাজবীদুল ওয়াছিফ, সাধারণে ইয়াছিন আক্তার, সাফা মাসুমা ইফনাত, মোকারমা হাসনাত, জয়া বড়ুয়া, সিমলা বড়ুয়া, ইয়াছমিন আক্তার, লাকী বড়ুয়া, সামিরা সালমা ও ইসমে জান্নাত আফরোজা, ইয়াছিন আরফাত, রাইসুল হোসেন রামিম, রিফাত কাশেম, মিসকাত আহমদ, অভ্র বড়ুয়া, মামুনর রশিদ, প্রত্যুষ বড়ুয়া, আজিজুল হাসান, মোশারফ হোসেন বৃত্তি লাভ করে।

এদিকে ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম ৩য় শ্রেণী মেধা বৃত্তি পরীক্ষা এবং ফলাফল প্রকাশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন