‘প্রয়োজনে জীবন নাও, তবুও কলেজ দাও’-মানববন্ধন করে কলেজের দাবিতে তাইন্দংবাসী

13.08.2016_Khagrachari NEWS Pic (1)

নিজস্ব প্রতিবেদক:

‘সিনেমা হল নয় কলেজ চাই’, ‘কলেজ দাও না হয় অস্ত্র দাও’, ‘তুমি কি রক্ত চাও? প্রয়োজনে জীবন নাও, তবুও কলেজ দাও’- এমন সব শ্লোগান লেখা প্লে-কার্ড হাতে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দংয়ের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক‘শ শিক্ষার্থী কলেজের দাবীতে মানবন্ধন করেছে। এসময় তাদের দাবীর সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন অভিভাবকসহ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা।

শনিবার বিকালে মাটিরাঙ্গার তাইন্দং বাজারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে এক সমাবেশে বক্তারা বলেন, তাইন্দং এ কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। কেননা দুর্গম এ জনপদে স্বাধীনতার পরেও কোন কলেজ প্রতিষ্ঠা হয়নি। ফলে অনেকেই আর্থিক সঙ্কটে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক। এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মো: সাহাব উদ্দিন মিয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, তাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: লোকমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক জনদাবীর প্রতি শ্রদ্ধা রেখে তাইন্দং এ কলেজ প্রতিষ্ঠার ঘোষনা দিয়ে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব। তিনি শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমান সরকারের সময় মাটিরাঙ্গার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণের কথা উল্লেখ করে বলেন, তাইন্দংয়ে কলেজ হবে এ সরকারের আরেকটি সফল উদ্যোগ।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, তাইন্দং মোহাম্মদীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আনম মো. আবদুল করিম, তাইন্দং ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আবদুল লতিফ, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন সরকার, তাইন্দং বাজার কমিটির সভাপতি মো. সুরুজ মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন