প্রামান্য চিত্র প্রদর্শন, মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা আয়োজনে খাগড়াছড়ির গুইমারাতে গণহত্যা দিবস পালিত

গুইমারা প্রতিনিধি:

মোমবাতি প্রজ্জ্বলন, প্রামান্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভাসহ নানা আয়োজনে খাগড়াছড়ির গুইমারাতে গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম. মশিউর রহমানের সভাপতিত্বে শহরের নিউ মার্কেট এলাকায় দিবসটি পালন করা হয়। শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা মোমবাতি প্রজ্জ্বলন করেন।

এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চ কালোরাতে পাক হানাদার বাহিনীর কর্তৃক বাংলার নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পৃথিবীর ইতিহাসে এটি একটি নেককারজনক ঘটনা। দীর্ঘদিন পরে হলেও জাতীয় সংসদের এ দিবসটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি উঠে এবং তা বাস্তবায়িত হয়। বক্তারা, এ দিনটিতে জাতি শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গির আলম, গুইমারা ইউপি চেয়ারম্যার মেমং মারমা, উপজেলা প্রেসক্লাব, গুইমারার সভাপতি এম. সাইফুর রহমান ও উপদেষ্টা মো. আব্দুল আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন