Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

প্রশ্নপত্রে আদিবাসী শব্দ ব্যবহার বন্ধসহ আট দফা দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

Khagrachari Pic 02 (4) copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

২০১৭ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপ্রত্রে তথাকথিত ‘আদিবাসী’ শব্দের ব্যবহারের প্রতিবাদে ও  চাঁদার দাবিতে গাড়িতে গুলিবর্ষন-অগ্নিসংযোগের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ মানববন্ধন ও সমাবেশ করেছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক ও ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর এসএম. মাসুম রানা, বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমান্বয় কমিটির সিনিয়র সদস্য রাসেল প্রধান (লেবু), পার্বত্য নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলার শাখার যুগ্ম আহ্বায়ক এসএম হেলাল, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আহাম্মেদ, পানছড়ি উপজেলার সভাপতি সাইফুল ইসলাম চৌধুরি, মহালছড়ি উপজেলার সভাপতি জহিুরুল ইসলাম, দীঘিনালা উপজেলার সাধারণ সম্পাদক আল- আমিন হোসেন, মাটিরাঙ্গা উপজেলার সিনিয়র সহ-সভাপতি শাহ আলমসহ খাগড়াছড়ি সরকারী কলেজ ও খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা চাঁদার জন্য সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র ব্যবসায়ীদের মালবাহি ট্রাক জ্বালিয়ে দেওয়ার ঘটনায়  ক্ষতিপূরণ, মারিশ্যা সড়কে আরএফএলের গাড়িতে গুলিবর্ষণ, খাগড়াছড়ি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর এসএম মাসুম রানার উপর হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে, রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কেবল মাত্র উপজাতী (চাকমা) সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়ার প্রতিবাদে এবং বাঙ্গালীসহ সকল ক্ষুদ্র সম্প্রদায়ের সমান সুযোগ সুবিধা প্রদান ও বিতর্কিত ভূমি কমিশন সংশোধনী আইন’২০১৬ বাতিলসহ  আট দফা  জানান।  অন্যাথায় এসএসসি পরীক্ষার পর  হরতাল, অবরোধ এবং কঠোর পর্যায়ের কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।।

বক্তারা জেলার গুরুত্বপূর্ণ  পাহাড়ি সড়কসমূহে সেনা ক্যাম্প এবং  যৌথ বাহিনীর টহল বৃদ্ধি দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “প্রশ্নপত্রে আদিবাসী শব্দ ব্যবহার বন্ধসহ আট দফা দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন