Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

প্রশাসনের উদ্যোগে পানছড়ি বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা

BAZAR PIC copy

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

এবারের মাহে রমজান উপলক্ষ্যে জেলার পানছড়ি বাজারে দ্রব্যমূল্যের বিরাজ করছে স্থিতিশীলতা। পানছড়ি উপজেলা প্রশাসনের এক মহতী উদ্যোগে বাজার ব্যবসায়ীদের নিয়ে প্রাণবন্ত আলোচনার মধ্যে দিয়েই এ সিদ্ধান্ত গৃহীত হয়। পানছড়ি উপজেলায় সদ্য যোগ দেয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম রমজান শুরুর দু’দিন পূর্বে বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে মুদি দোকানগুলোতে দ্রব্যসামগ্রীর ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা সংরক্ষণ রাখার পরামর্শ দেন।

তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে বাজার মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে দ্রব্যমূল্যের দাম ও মূল্য তালিকা পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ীদের কর্ম তৎপরতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বার, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত কুমার চাকমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল হোসেন, বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী তালুকদার ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন। মনিটরিং কমিটির এ তৎপরতায় ক্রেতামহলে স্বস্তি ফিরেছে বলে কয়েকজন ক্রেতা মত প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন