প্রবারণা পূর্ণিমা উপলক্ষে থানছিতে বিজিবি’র আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল সম্পন্ন

thanchi-pic-copy

রুমা প্রতিনিধি:

বান্দরবানের থানছি’র ৩৩বিজিবির আয়োজনে বলীপাড়ায় `মাহা ওয়াগ্যোই পোওয়ে’ উপলক্ষ্যে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত খেলায় টাইব্রেকারে ‘ব্যাচালর র্স্পোটিং ক্লাব’কে ৭-৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘সূর্যদয় র্স্পোটিং ক্লাব’।  শনিবার  বলীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রথম ও দ্বিতীয়ার্ধে দু’দলেই হাড্ডা-হাড্ডি লড়াইয়ে ১-১গোলে সমতা টানে। খেলার নির্দিষ্ট সময় শেষ হলে রেফারি সিদ্ধান্তে টাইব্রেকারে দু’দলেই প্রতিপক্ষের জালে বল দিতে প্রাণের চেষ্টা চালায় সমানতালে। তবে সর্বশেষ অশেষ চাকমার কিক-এ প্রতিপক্ষের জালে বল প্রবেশে সক্ষম হলে বহু প্রতিক্ষীত চাম্পিশীপের ট্রফি নিশ্চিত হয়ে যায় ‘সূর্যদয় র্স্পোটিং ক্লাবের’। এ টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে মঙ্গল জ্যোতি চাকমা। এছাড়াও আকাশ চাকমাকে ম্যান অব দ্যা ম্যাচ ও শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত করে বিশেষ পুরুষ্কৃত হয়।

 সংশ্লিষ্টরা জানায় বৌদ্ধ ধর্মাবেলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ওয়াগ্যেয়াই পোয়ে’(প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে ৩৩বিজিবি’র আয়োজনে গত ৬ অক্টোবর এ সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন পাড়ার ৯টি দল অংশগ্রহণ করে।

খেলা শুরুর আগে সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল হাবিবুল হাসান (পিএসসি), বিশেষ অতিথি ছিলেন উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন(পিএসসি) ও বিজিবি’র মেডিক্যাল অফিসার মো: জুনাঈদ হোসেন।

পরে বলীবাজার ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমার সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বলীবাজার জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুল ইসলাম, বলীবাজার ইউপি সদস্য মো: আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কালাম সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী নিহার বিন্দু চাকমা , দোলন দাস প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলীবাজার ইউপি সচিব মংওয়েসিং মারমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন