Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

প্রতিবন্ধীরা সুযোগ পেলে দেশের সম্পদেও পরিণত হতে পারে- সহকারী ভারতীয় হাই কমিশনার

27.11.2015_Dighinala NEWS..

সিনিয়র স্টাফ রিপোর্টার :

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সুযোগ পেলে তারা সম্পদে পরিণত হতে পারে উল্লেখ করে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেছেন, প্রতিবন্ধীরা ফেলনা নয়, তারাও এ দেশের সম্পদ। পরিবেশ পেলে তারা জাতীয় অগ্রগতিতে অবদান রাখতে পারে।

তিনি বলেন, প্রতিবন্ধীরা সুযোগ পেলে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে তার বড় দৃষ্টান্ত ‘কনর্সান সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড-সিএসডি। প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান সোমনাথ হালদার।

তিনি শুক্রবার বেরা ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার বাঘাইছড়ি মুখ এলাকায় প্রতিবন্ধী ও হত দরিদ্রদের প্রতিষ্ঠান ‘কনর্সান সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড-সিএসডি’ পরিচালিত কম্পিউটার, সেলাই, চারুকলা, তাঁত প্রশিক্ষন পরিদর্শন শেষে এক মতবিনিমিয় সভায় সোমনাথ হালদার একথা বলেন।

মতবিনিময় সভায় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মো: শহীদ হোসেন চৌধুরী , প্রবীণ সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, কবি আশীষ সেন, সিএসডি’র প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ গুপ্ত এবং সিএসডি’র সহ-সভাপতি আনন্দ কুমার চাকমা প্রমুখ বক্তব্র রাখেন।

মতবিনিময় সভা শেষে তিনি প্রতিষ্ঠানটির কম্পিউটার, সেলাই, চারুকলা, তাঁতের কাজ প্রশিক্ষন কমৃসুচী পরিদর্শনের পাশাপাশি প্রতিবন্ধী হোস্টেলে শিশুদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন।

দীঘিনালা থেকে ফেরার পথে ভারতের সহকারী হাই কমিশনার জেলা শহরের রামকৃষ্ণ সেবাশ্রম ও সিএসডি’র একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন