পেকুয়া জি.এম.সি চট্টগ্রাম অঞ্চলের চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
৪৩ তম গ্রীস্মকালীন স্কুল মাদরাসা ফুটবল প্রতিযোগীতায় দৃষ্টিনন্দন ফুটবল নৈপুণ্যে পেকুয়া জি.এম.সি ইনষ্টিটিউশন চট্টগ্রাম অঞ্চলের চৃড়ান্ত ফাইনালে হাটহাজারী কলেজিয়েট স্কুলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

১১ সেপ্টম্বর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় পেকুয়া জি.এম.সি ইনষ্টিটিউশনের খেলোয়াড়রা রাশেদ মধ্যমাঠের এরফানের বাড়িয়ে দেয়া বলটি প্রথমার্ধের ৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলার প্রথমার্ধে কোন দলই আর গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের ঠিক ৫ মিনিটের মাথায় জি.এম.সির ছাত্রদের সমন্বিত আক্রমণ থেকে আবারো রাশেদের গোল লক্ষ্যের শটটি প্রতিহত করতে গিয়ে হাটহাজারীরর রিদুয়ানের আত্মঘাতী গোলে জি.এম.সির ২-০ গোলে লিড পায়। খেলার বাকী সময়ে আক্রমণ পাল্টা আক্রমণ সংঘটিত হলেও গোলের নাগাল কেউ পায়নি।

জি.এম.সি ইনষ্টিটিউশনের খোলোয়াড়রা হলো-মোকাররম (গোলকিপার), আলীহাসান, হাবিব, ফারুখ, ইসমাঈল, রাশেদ, এরফান, সালাহউদ্দিন, জাহেদ, কায়েশ, খোকন। অতিরিক্ত খোলোয়াড় হল-রাজু, ফরহান, আপ্পি, আফিফ। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, জি.এম.সির সাবেক ছাত্র মারুফ ও প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন, জি.এম.সির ক্রীড়া শিক্ষক নুর মোহাম্মদ।

পেকুয়া জি.এম.সি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী বলেন, ছাত্ররা ধারা বাহিক ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে চট্টগ্রাম অঞ্চলের চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ের শেষ আট অঞ্চলের প্রতিযোগীতার টিকিট নিশ্চিত করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে প্রথম বারের মতো পেকুয়া জি.এম.সি বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় সাবেক ছাত্র অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নে খবর পেকুয়ায় পৌছলে খন্ড খন্ড আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করছে সমর্থকরা।

এদিকে বিভাগীয় পর্যায়ে পেকুয়া উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ পেকুয়া মডেল জি এম সি ইনষ্টিটিউশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন এবং স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আলী হাসান চৌধুরী, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম বিজয়ীদলকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক চৌধূরী জানান বিভাগীয় পর্যায়ে আমার বিদ্যালয়ের খেলোয়াড়রা চ্যাম্পিয়নশীপ অর্জন করায় আমি প্রথমে খেলোয়াড় এবং ক্রীড়া শিক্ষক নুর মোহাম্মদ ও টিম ম্যানেজার সহ শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদের সকল সদস্য বর্তমান ও সাবেক ছাত্র অভিভাবক ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আমার বিদ্যালয়ের খেলোয়াড়রা আরো ভালো খেলতে পারে এ আশা ব্যক্ত করছি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন