পেকুয়ায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় এনজিও সংস্থা ইপসার উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল করিমের সভাপতিত্বে ও ইপসার কো অডিনেটর ওমর সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় সভায় অংশ নেন উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম মনিরুজ্জামান রব্বানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুল আলম মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার উলফা জাহান।

এতে ইপসার নানা দিক নিয়ে মানবপাচার প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা করেন, ইপসার প্রোগ্রাম ম্যানেজার ডিশু বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর, ইপসার ফিল্ড অফিসার নাছির উদ্দিন, সাংবাদিক, ইউপির সদস্যগণ, গণ্যমান্য বক্তিবর্গ।

এসময় তারা বলেন, হত দরিদ্রতার কারণে মানবপাচারের শিকার হচ্ছে যুব সমাজ। এলাকার কিছু অসাধু সিন্ডিকেট যুবকদেরকে বিভিন্ন প্রলোভনে ফেলে অবৈধ পথে বিদেশ নিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে যাচ্ছে। যার ফলে বিদেশে পাড়ি দিয়ে হয়ত মৃত না সর্বস্ব হারিয়ে ফেরত আসতে হচ্ছে। এসবকিছু থেকে পরিত্রাণ পেতে হলে এলাকায় জনসচেতনা বৃদ্ধি করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন