পেকুয়ায় বেড়িবাঁধ পুন:নির্মাণে বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন

pekua sanbad sommelon 13-02-2016

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কামাল হোসেন বলেছেন, আগামী ১৫দিনের মধ্যে পেকুয়া সদর ইউনিয়নের বিধ্বস্ত ৬০ কিলোমিটার চরম ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পুন:নির্মাণে বরাদ্দ না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। পেকুয়া সদর ইউনিয়নের বিপুল জনগোষ্ঠীকে আগামী বর্ষায় ক্ষতির কবল থেকে রক্ষায় এলাকাবাসীদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো।

শনিবার সকাল ১১টার দিকে পেকুয়া চৌমুহুনী ভাই ভাই মার্কেটের ২য় তলার হলরুমে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এড. কামাল হোসেন লিখিত বক্তব্যে আরো বলেন, সামনে বর্ষা মৌসুম। বেড়িবাঁধ পুন:মেরামতে জরুরী ভিত্তিতে বরাদ্দ না আসলে আবারো পেকুয়াবাসীকে পানির নিচে ভাসতে হবে। ব্যাপক ক্ষতির সম্মূখীন হতে হবে। গেল বারের অপূরনীয় ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি পেকুয়াবাসী। তাই জরুরী ভিত্তিতে পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিন মেহেরনামা থেকে পশ্চিম গোয়াখালী পর্যন্ত বিধ্বস্ত পাউবোর ৬০ কিলোমিটার বেড়িবাঁধ পুন:মেরামতে বরাদ্দ দিতে তিনি সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন।

সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক বিডিআর জাহাঙ্গীর আলম, পেকুয়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য গোলাম সোবহান, জাতীয় শ্রমিক লীগ পেকুয়া উপজেলা শাখার সভাপতি নুরুল আবচার, জাতীয় পার্টির নেতা মনজুর আলম, শ্রমিক লীগ নেতা আবদুল জব্বার প্রমূখ। উক্ত সংবাদ সম্মেলনে পেকুয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন