পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত-৫

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ধান কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। ৩০ এপ্রিল সকাল ৮টায় উপজেলার শিলখালী ইউনিয়নের আলেকদিয়াকাটা ছৈয়দ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত নরুজ্জামানের পুত্র আহমদ ছবি গং ও মো. ইসহাকের পুত্র মো. সেলিম গং এর সাথে কয়েক মাস পূর্ব থেকে বারবাকিয়া মৌজার ১৩৩১ খতিয়ানের ১১.৬২ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

গত বুরো মৌসুমে আহমদ ছবি গং ৪ একর ধানি জমিতে বুরো চাষ করে। এদিকে মৌসুমী পাকা বুরো ধান কেটে নিতে লোলপ দৃষ্টি দেয় প্রতিপক্ষ ও ভুমি দস্যু সেলিম গং। বিষয়টি নিয়ে ৩ মাস পূর্বে ২১ জানুয়ারী পেকুয়া থানায় আহমদ ছোবহান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করে। যার নং ৭৬৭/১৭ইং।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার সকাল ৮টায় সেলিমের নেতৃত্বে রেজাউল করিম, রিদুয়ানুল হক, আকবর আহমদে পুত্র  আব্দুল মন্নান, মোকাদ্দেছুর রহমান, মো. ইসহাকের পুত্র সেলিম উদ্দিন, কবির আহমদরে পুত্র মাহাফুজ, মৃত ওবাইদুল হকের পুত্র বাবুল, ছিদ্দিক আহমদের পুত্র সাহাব উদ্দিন সহ ভাড়াটিয়া ১০/১৫ জনের লাঠিয়াল বাহিনী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে আহমদ ছবি গং এর ভোগ দখলীয় জমির বুরো ধান কেটে লুট করা চেষ্টা চালায়।

এসময় আহমদ ছবি গং এর লোকজন তাদের বাধা দিলে প্রতি পক্ষের মো. সেলিম গং এর লোকজনসহ ভাড়াটিয়ারা ফাঁকা গুলি বর্ষন করে এলাকায় আতংক ছড়িয়ে দেয়। ধারালো অস্ত্র দিয়ে আহমদ ছবি গং এর লোকদের উপর হামলা চালায়। হামলায় স্কুল ছাত্রীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন গোলাম ছোবহানের স্ত্রী লাইলা বেগম(৪৫), মিজানুর রহমানের স্ত্রী নুর আয়েশা বেগম(৩০), ফজল কাদেরের স্ত্রী জিগারু বেগম(৩০), গোলাম ছোবহানের মেয়ে স্কুল পড়–য়া ৯ম শ্রেণীর ছাত্রী তৈয়বা জন্নাত ও ৫ম শ্রেণীর ছাত্রী সারমিন আকতার। আহতদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ঘঠনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় প্্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন।

আহত নুর আয়েশার স্বামী মিজানুর রহমান বলেন, একাধিকবার বিরোধীয় জমির বিষয়ে বৈঠক করা হলেও প্রতি পক্ষ সেলিম গং এর লোকজন বৃদ্ধা আঙ্গলী দেখিয়ে তা এড়িয়ে চলে। এছাড়া প্রতিনিয়ত জমি দখল সহ প্রাণ নাশের হুমকী অব্যহত রেখেছে।

এ ঘটনায় পেকুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সুত্রে জানা গেছে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন