পেকুয়ায় নানা আয়োজনে ভোরের ডাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

bhorer_dak-2
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় নানা ব্যতিক্রম বর্নাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৮ মার্চ শনিবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী, দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের সংবর্ধনা ও কেক কাটা উৎসবের আয়োজন করা হয়।

এদিন বিকাল ৩টায় উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে ভোরেরডাক পাঠক ফোরামের আহব্বায়ক সাবেক রাজাখালী ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সিকদার বাবুল বিএ’র সভাপতিত্বে ও ভোরের ডাক পত্রিকার পেকুয়া উপজেলা প্রতিনিধি এস. এম. ছগির আহমদ আজগরীর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টইটং ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. জাহেদুল ইসলাম চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদ চকরিয়া-পেকুয়া প্রতিনিধি এবং আলোকিত উখিয়ার চকরিয়া প্রতিনিধি নাজমুল সাইদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেকুয়া উপকুলীয় প্রেস ক্লাবের সেক্রেটারী সাংবাদিক মো. ফারুক, পেকুয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাষ্টার রিয়াজ উদ্দিন, কক্সবাজার-৭১র’ পেকুয়া প্রতিনিধি এফ এম সুমন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন খোকা, পেকুয়া উপজেলা মৎস্যজিবীলীগের সভাপতি জাকিরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা মো. বাবুল, টইটং ইউপি’র সদস্য মনজুর আলম, আবুল কাসেম, হেলাল উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন