পেকুয়ায় দ্রুত এগিয়ে চলছে বেড়িবাঁধের সংস্কারকাজ

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ার উপকূলীবর্তী ইউনিয়ন মগনামা, রাজাখালী ও উজানটিয়ায় দ্রুত গতিতে এগিয়ে চলছে বেড়িবাঁধ সংস্কারকাজ।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্ধ থেকে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান এসব কাজ বাস্তবায়ন করছে। বেড়িবাঁধের সংস্কারকাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় সাধারণ জনগণের মাঝে স্বস্তি বিরাজ করছে। তবে দুটি আলাদা স্থানের সংস্কারকাজ এখনো শেষ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসীরা।

সংস্কারকাজের অগ্রগতি ব্যাপারে মগনামা ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারকাজের ঠিকাদারী প্রতিষ্ঠান উন্নয়ন ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার নেজাম উদ্দিন বলেন, মগনামায় ৮কিলোমিটার বেড়িবাঁধের সংস্কারকাজ চলমান রয়েছে। সিডিউল অনুযায়ী টেকসইভাবে বেড়িবাঁধের অধিকাংশ সংস্কারকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। অবশিষ্ট অংশ কাঁকপাড়া ও শরৎঘোনা এলাকার দেড় কিলোমিটার বেড়িবাঁধের সংস্কারকাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। বর্তমানে কাঁকপাড়ায় স্কেভেটরসহ ৬টি গাড়ি দিয়ে মাটি কাটানো হচ্ছে। আগামী বর্ষায় উপকূলীয় মানুষজন যেন সমুদ্রের জোয়ারে কষ্ট না পায়, সেজন্য আমাদের ঠিকাদারী প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে ওই দুই অংশে সংস্কারকাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মাহবুবউল করিম বলেন, বর্ষা মৌসুম শুরুর আগে বেড়িবাঁধের সংস্কারকাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগাদা দেয়া হচ্ছে। আশা করছি মৌসুম শুরুর আগে বেড়িবাঁধের সংস্কারকাজ শেষ হয়ে যাবে। কোন মানুষ আর সাগরের পানিতে কষ্ট পাবে না।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পেকুয়ায় দ্রুত এগিয়ে চলছে বেড়িবাঁধের সংস্কারকাজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন