পেকুয়ায় জীবন দক্ষতার প্রশিক্ষণ সম্পন্ন

 

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় জীবন দক্ষতার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ইপসার উদ্যোগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পেকুয়া রিসোর্স সেন্টারে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে উগ্রবাদ ও সহিংসতা না বলুন স্লোগানের বিষয় নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

এতে প্রশিক্ষক ছিলেন নাছির উদ্দিন ও বুলবুল আক্তার। শিক্ষার্থীদেরকে উগ্রবাদ ও সহিংসতা বিষয়ে ধারণা, ক্ষতিকর দিক বিষয়ে প্রষিক্ষণ প্রদান করা হয়।

ইতিমধ্যে ইপসা কক্সবাজার জেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন। সর্বশেষ ইপসার মনিটরিং ও ইভালুয়েশন অফিসার প্রবাল বড়ুয়া শিক্ষার্থীদের আগামী দিনের দেশ গঠনের কাণ্ডারী। উগ্রবাদ ও সহিংসতা আজকে বিশ্বের মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই উগ্রবাদ ও সহিংসতা  শিক্ষার্থীদেরকে সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে নিরসন করতে হবে। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং অন্যদেরকে ক্ষতিকর দিক নিয়ে সচেতন করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন