পেকুয়ায় ছিনতাইয়ের শিকার চীনা নাগরিক

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় জাং চিং চু (৩২) নামের এক নারী চীনা নাগরিক ছিনতাইয়ের শিকার হয়েছেন।

সোমবার (১৫অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাঁকোর পাড় স্টেশনের পূর্বপাশে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা নগদ টাকা, একটি মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থল থেকে আক্রান্ত এ বিদেশী নাগরিককে উদ্ধার করে পুলিশ।

পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, চীনা নাগরিক জাং চিং চু পেকুয়া চৌমুহনী থেকে টমটম অটোরিকশা যোগে চকরিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সাঁকোর পাড় স্টেশনের পূর্বপাশে ছিনতাইকারীদের দ্বারা তিনি আক্রান্ত হন। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে চায়নিজ ছাড়া অন্য কোনো ভাষা বলতে বা বুঝতে পারছেন না তিনি। তাই কোথায় থেকে আসছিলেন বা যাবেন, সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারছেন না। এব্যাপারে আমরা দোভাষীর সহযোগিতা নেয়ার চেষ্টা করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ভাষাগত সমস্যার কারণে তার কাছ থেকে কোনো তথ্যই আমরা পাচ্ছি না। তবে ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে তিনি কর্মরত আছেন। এব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ছিনতাই ঘটনায় জড়িত সন্দেহে চীনা নাগরিককে বহনকারী টমটম গাড়ীটির চালক এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন