পেকুয়ায় একদিনের সফরে এসে তিনটি প্রকল্পের উদ্ভোধন করে গেলেন হাজী ইলিয়াছ এমপি

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্জ্ব মুহাম্মদ ইলিয়াছ এমপি পেকুয়ায় একদিনের সফরে এসে তিনটি প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেছেন। গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্ধারিত এ সফর কর্মসূচী সম্পন্ন করেন তিনি।

জানা যায় সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এমপি ওই দিন সকাল ১০টায় পেকুয়া সফরে আসেন। সফরকালে সকাল ১১টায় প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগদান করেন। সভা শেষে দুপুর ১টায় পেকুয়া উপজেলা মহিলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মহিলা পার্টির সভা নেত্রী আমাতুর রহিম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক আছমাউল হুছনা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয পার্টির সভাপতি এস এম মাহবুব ছিদ্দিকী, সহ সভাপতি এম দিদারুল করিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক সাজ্জদুল ইসলাম। এছাড়া উপজেলা জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড পর্যায়ের মহিলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মহিলা জাতীয় পার্টির মতবিনিময় সভা শেষে সদরের গোঁয়াখালী সড়ক পরিদর্শন, রাজাখালীতে গ্রামীন সড়কের সংষ্কার কাজের শুভ উদ্বোধন ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। পেকুয়া সদর ইউনিয়নের ছিরাদিয়া-মঈয়াদিয়া ও রাজাখালী ইউনিয়নের টইটং নাপিতখালী-রাজাখালী মগনামা উপকূলী সড়ক বিসি দ্বারা উন্নয়ন ও একই সড়কের কালভার্ট নিমার্ণ কাজের উদ্বোধন করেন। উদ্ভোধন শেষে রাজাখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুরের নেতৃত্বে জনপ্রতিনিধিরা সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন