পেকুয়ায় আওয়ামী রাজনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা কমিটি পূর্ণগঠনের বিকল্প নেই

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় আওয়ামী রাজনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা কমিটি পুঃনগঠনের বিকল্প নেই। বর্তমানে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে পেকুয়ার আওয়ামী রাজনীতি। নেতৃত্ব কুক্ষিগত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে একটি পক্ষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে গেলে এসব বিষয় ঢেলে সাজানো প্রয়োজন।

বুধবার (৭মার্চ) বিকেলে পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী চত্ত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদ সিআইপি।

পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এর অন্তর্ভুক্তি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ন প্রচার পরিষদ, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) এর উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্য এডভোকেট আমজাদ হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ, জেলা আ’লীগের সদস্য ও বরইতলির সাবেক চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আ’লীগ নেতা আ.ক.ম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জয়নাল।

পেকুয়া উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি ও টইটং ইউপির সাবেক চেয়ারম্যান এম শহিদুল্লাহর পরিচালনায় বিশাল এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আ’লীগ নেতা মাশুক আহমেদ, মফিজুর রহমান, রাজাখালী ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, কামাল হোসেন এম.কম, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজম খান, সম্পাদক বেলাল উদ্দিন, কৃষকলীগের সভাপতি আবদু রশিদ, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল আবছার, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবুল, সৈনিকলীগের সভাপতি শহিদুল ইসলাম হিরু, পেকুয়া উপজেলা ওলামালীগ সভাপতি মৌলানা ইউনুছ কাদেরী, পেকুয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এহেতেশামুল হক, নবীণ আইনজীবী জিয়া উদ্দিন বাবলু, পেকুয়া সদর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সম্পাদক আলী হোসেন, ওলামালীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, পেকুয়া কলেজ ছাত্রলীগ সম্পাদক ফারুক আজাদ, ছাত্রলীগ নেতা মিরাজ উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন