পেকুয়ায় অপহৃত স্কুল ছাত্রী ৭৯ দিন পর চট্টগ্রামে উদ্ধার, আটক-১

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এক স্কুল ছাত্রী অপহরণের ৭৯ দিন পর চট্রগ্রাম থেকে উদ্ধার করছে পুলিশ। এ সময় অপহরণকারী শাকের উল্লাহ নামের এক যুবককে আটক করছে পুলিশ। উদ্ধারকৃত স্কুল ছাত্রীর নাম নাসরিন সুলতানা লিলি। সে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

১৫ মার্চ বুধবার সকাল ৬ টায় চট্টগ্রাম মহানগর পুলিশের সহযোগিতায় পেকুয়া থানার এ এস আই কামরুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের হালিশরের থইল্যাতলীর পানির ট্যাংক এলাকার এ ব্লকের শফি কোম্পানীর ভাড়া বাসা থেকে অপহৃত স্কুল ছাত্রী ও অপহরণকারী চক্রের সদস্য শাকের উল্লাহকে আটক করে। আটককৃত শাকের উল্লাহ পেকুয়ার মগনামা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোস্তাক আহমদের পুত্র।

পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া জানান, গত বছরের ১৭ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর নাসরিন সোলতানা লিলিকে অপহরণ করে নিয়ে যায় আটককৃত শাকের উল্লাহর নেতৃত্বে একদল বখাটে। পরে এ ঘটনায় অপহৃতের পিতা বাদী হয়ে আদালতে অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা ভিকটিমকে নিয়ে গা ঢাকা দেয়। পুলিশ হন্য হয়ে খোঁজ করলেও তাদের সন্ধান পাচ্ছিল না। অবশেষে দীর্ঘ দিন পর গোপন সংবাদ পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া অপহৃত স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবাববন্দি নেয়া হবে। আটককৃত শাকের উল্লাহকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপহরণের সাথে জড়িত বাকী সদস্যদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন