পেকুয়ার ক্ষুদে ফুটবল দলকে সংবর্ধনা

pic 4-3-2017

পেকুয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সিলেটের কামরাঙ্গীচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৫ গোলে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জনকারী পেকুয়া উপজেলার টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবল দল(বুলেট বাহিনী)কে সংবর্ধনা দিয়েছে পেকুয়া উপজেলাবাসী।

৪ মার্চ সকাল ১১ টায় পেকুয়া চৌমুহনী চত্ত্বরে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় উপজেলার নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ছাত্রজনতাসহ উপস্থিত হয়ে জাতীয় চ্যাম্পিয়নদলকে ফুলের পাপড়ি ছিটিয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়।

এর আগে পেকুয়া থেকে শত শত লোকজন গাড়ী নিয়ে চকরিয়া ইনানী রিসোর্ট থেকে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে পেকুয়ার বুলেট বাহিনী টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবল দলকে পেকুয়ায় নিয়ে আসে। আসার পথে বিভিন্ন প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা জাতীয় চ্যাম্পিয়নদলকে স্বাগত ও অভিনন্দন জানায়।

পরে চৌমুহনীতে আয়োজিত বিশাল সংবর্ধনায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বি এ (অনার্স) এম এ, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য ও পেকুয়া উপজেলা সন্ত্রাস জঙ্গী প্রতিরোধ কমিটির সভাপতি এস এম গিয়াস উদ্দিন, উম্মে কলুছুম মিনু, জি এম আবুল কাসেম, পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌং, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, সাধারণ সম্পাদক এহেতাশাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির খোরশেদ, আ’লীগ নেতা এস এম শাহাদত হোছাইন, ছাত্রলীগ নেতা ওসমান ছরওয়ার বাপ্পি।

সংবর্ধনা সভায় চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমের পক্ষ থেকে জাতীয় চ্যাম্পিয়নদল টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলদলকে ৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন। এদিকে পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু নিজস্ব তহবিল থেকে ওই চ্যাম্পিয়নদলকে ৩০ হাজার টাকা পুরস্কার এবং উপজেলা পরিষদের উন্নয়ন বরাদ্দ থেকে টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২ লক্ষ টাকা অনুদান ঘোষনা দেন।

অনুষ্টানে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মিনার উদ্দিন বুলেট তার বক্তব্য বলেন, এ বিজয় শুধু আমার কিংবা পেকুয়াবাসীর নয় এ বিজয়ী পুরো চট্টগ্রাম বিভাগের। পরে পুনরায় মোটর শোভাযাত্রা সহকারে বুলেট বাহিনীকে টইটং এ নেওয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন