পেকুয়ার করিয়ারদ্বিয়ায় ৫ চিংড়ি ঘেরে গনডাকাতি, গুলিবিদ্ধ ৮

fec-image

ডাকাতি

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলার পেকুয়ার উজানটিয়ায় বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়ায় ৫টি চিংড়ি ঘেরে ডাকাতির ঘটনা ঘটেছে।  রবিবার রাত সাড়ে ১০টার দিকে গনডাকাতি সংঘটিত হয়েছে।

এ সময় অস্ত্রধারী ডাকাতের গুলিতে ৮জন চিংড়িঘের কর্মচারি গুলিবিদ্ধ হয়েছে। ডাকাতের গুলির বিকট শব্দে করিয়ারদিয়াসহ উজানটিয়া ইউনিয়নে ভীতি ও আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুলিবিদ্ধরা হলেন করিয়ারদিয়া পুরাতনঘোনা এলাকার আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদ (২৭), একই এলাকার নুরুচ্ছফার ছেলে মো. রুবেল (২৩), নুরুল আলমের ছেলে আবুল কাসেম (৩২), বাদশাহর ছেলে রুবেল (৩০), আব্দুল গাফফারের ছেলে সোলয়মান (২৫), জামাল উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (৩৮), শাহ আলম (৩৫) ও মৃত ছৈয়দ আহমদের ছেলে সোলতান আহমদ (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, করিয়ারদিয়া পুরাতন ঘোনা এলাকায় ওইদিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এ সময় ওই এলাকার সাবেক ইউপি সদস্য সিরাজুল মোস্তফাসহ যৌথ মালিকানাধীন মৎস্যঘের থেকে নগদ টাকা, মাছ, বিহিন্দি জাল, সৌর বিদ্যুতের সরঞ্জামাদি, মোবাইল সেটসহ প্রায় ১০লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় মৎস্যঘেরের কর্মচারিরা ডাকাতদলকে প্রতিরোধ করার চেষ্টা করলে তারা এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। এতে ৮জন গুলিবিদ্ধ হয়েছেন। একইভাবে বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়ার দূর্গম এলাকায় ওইদিন অপর চারটি মৎস্যঘেরে হানা দেয় ওই ডাকাতদল। শাহাব উদ্দিনের মালিকানাধীন লম্বা হাসের ঘোনা মৎস্যঘের, ধারাঘোনা আবুল কাসেমের মৎস্যঘের, পুরাতনঘোনায় সোলতানের মৎস্যঘেরসহ ৫টি চিংড়িঘেরে ডাকাতদল হানা দেয়। ওই সময় প্রত্যেক চিংড়িঘের থেকে বিপুল পরিমান মাছ, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে মৎস্যঘেরের মালিক সাবেক ইউপি সদস্য সিরাজুল মোস্তফা , শাহাব উদ্দিন, জিয়াবুল হক জিকু প্রতিনিধিকে জানায়, রাত সাড়ে ১০টার দিকে ১৫-২০ জনের অস্ত্রধারী ডাকাত করিয়ারদিয়ায় মৎস্যঘেরে হানা দেয়। তারা ৫টি ঘেরে গন ডাকাতি সংঘটিত করে। এ সময় প্রায় অর্ধ শতাধিক রাউন্ড গুলি চালায়। ডাকাতদের গুলিতে ঘেরের ৮জন কর্মচারি গুলিবিদ্ধ হয়। মহেশখালী উপজেলার মাতারবাড়ির খন্দরাবিল এলাকার লেডু ডাকাত, দক্ষিন রাজঘাটের হরি ডাকাত, বকশু ডাকাত, নাজু ডাকাত, আহমদ করিম,ও চকরিয়ার বদরখালীর আলমগীর ডাকাতসহ পেশাদার ডাকাতরা করিয়ারদিয়ায় সস্বস্ত্র অবস্থায় এসে ডাকাতি করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান, রাতে আমাকে মুঠোফোনে সাবেক ইউপি সদস্য সিরাজুল মোস্তফা জানিয়েছিলেন। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন