পুলিশ কর্মকর্তার ওপর হামলা, ছাত্রলীগের ৩৫ জনের বিরুদ্ধে মামলা

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন থানা পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ মামলা দায়ের করেছেন পেকুয়া থানার উপ পরিদর্শক এস আই শফিকুল ইসলাম।

এজাহার সুত্রে জানা গেছে, পুলিশ কর্মকর্তা এস আই বিপুল চন্দ্র রায় এর উপর হামলার ঘটনায় জড়িত থাকায় এইচ এম শওকতকে ১নং আসামী এবং একই এলাকার আবু তাহেরের পুত্র আমিনুর রশিদ, পশ্চিম গোয়াখালী এলাকার নুরু মিয়ার পুত্র মেহেদী, সদর ইউনিয়নের রাহাতজানিপাড়া এলাকার আবু তাহেরের পুত্র তারেকসহ সাত জনের নামোল্ল্যেখ করে ৩০-৩৫ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা রুজু করা হয়েছে।

উল্ল্যেখ্য, ঘটনার দিন পেকুয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে কথিত ছাত্রলীগের একাংশ একটি বিজয়ী র‌্যালী বের করে। এসময় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসআই বিপুল চন্দ্র রায় পুলিশ নিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ওই সময় কথিত ছাত্রলীগ নেতা শওকত গ্রুপের হামলায় পেকুয়া থানার উপপরিদর্শক বিপুল গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) জহিরুল ইসলাম খাঁন জানান, ঘটনার সাথে জড়িত শওকতকে থানায় আটক দেখিয়ে আদালতের মাধমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসমীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন