পিএমখালীতে ৪ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে: এমপি সাইমুম সরওয়ার কমল

রামু প্রতিনিধি:

অবহেলিত পিএমখালী ইউনিয়নে বিগত ৪ বছরে রেকর্ড পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছে। যা বর্তমানে দৃশ্যমান। এ ইউনিয়নের অবশিষ্ট উন্নয়ন কর্মকাণ্ডও দ্রুত সময়ে সম্পন্ন করা হবে। চলমান সকল উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হলে পর্যটন রাজধানী কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে।

সাংসদ সাইমুম সরওয়ার কমল রবিবার (১১ ফেব্রুয়ারি) কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের পুরস্কার বিতরণ, পিএমখালী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন, পিএমখালীর সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আজিম খান স্মরণে আয়োজিত শোক সভায় যোগদান, পিএমখালী উত্তর পাতলী হযরত আবু বক্কর (র.) দাখিল মাদরাসা বহুমুখি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত পৃথক সমাবেশে সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।

সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল আরও বলেন, ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। বিগত ৪ বছরের উন্নয়ন কর্মকাণ্ড এটাই প্রমাণ করে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ প্রদান, উন্নত প্রশাসনিক সেবাসহ জনগণের চাহিদার সবকিছু বর্তমান সরকার পূরণ করতে সক্ষম হয়েছে।

বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন প্রিন্স, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, পিএমখালী ইউপি চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, পিএমখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আবদুল কাদের, পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা আলাল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাবুল, জেলা তাঁতীলীগ সভাপতি তাজ উদ্দিন সিকদার তাজমহল মেম্বার।

এছাড়াও পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল মালেক, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, জয়নাল আবেদিন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, রামু উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শেখ ইয়াকুব আলী ইমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাছির উদ্দিন, সৈনিকলীগ নেতা মো. ফরহাদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একেরামুল হক ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন