পাহাড় ও সমতলে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়ন ও বিকাশে কর্মশালা

Bandarban pic-16.3

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:

সংবিধানের আলোকে পাহাড় ও সমতলে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমূহের উন্নয়ন ও বিকাশের জন্য কর্ম কমিশনসহ বিভিন্ন সরকারী চাকুরীতে কোটা সংরক্ষণ এবং বাস্ততার নিরিখে কর্মপন্থা গ্রহণের মাধ্যমে চাকুরীর সুযোগ সৃষ্টির লক্ষ্যে হোটেল সোনারগাঁওয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও আইএলও’র যৌথ উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব বেগম আকতারী মমতাজ, আইএলও’র অফিসার ইনচার্জ জনাব গগন রাজভাণ্ডারী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন