পাহাড়ের সম্প্রীতি স্থাপনে ধর্মীয় নেতাদের ভুমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী কাজ করছে জানিয়ে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. ইমরাউল কায়েস ইমরুল, পিএসসি বলেন, পাহাড়ে সব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবজাতির সম্প্রীতি স্থাপনে ধর্মীয় নেতাদের ভুমিকা রাখতে হবে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাটিরাঙ্গা সার্বজনীন গৌতম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানের মুল পর্বের পরে মন্দিরের সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় মাটিরাঙ্গা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইফতেখার রিয়াদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা সার্বজনীন গৌতম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবুল আসাম ও সাধারণ সম্পাদক সুরেশ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে ধর্মীয় দ্বেশনা আর ধর্মসভার মধ্য দিয়ে পালিত হয় দিনটি। পরে উপ-অধিনায়ক মেজর মো. ইমরাউল কায়েস ইমরুল, পিএসসি মাটিরাঙ্গা টিএন্ডটি টিলা সার্বজনীন গৌতম বৌদ্ধ বিহারের ভান্তে শ্রীমৎ মঙ্গল দর্শী ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের হাতে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

এর আগে সকালের দিকে দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি মিলনপুর বৌদ্ধ বিহারের ভান্তে ভদন্ত সত্যনন্দ মহাথের ভিক্ষু। দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান উৎসবে ধর্মদ্বেশক হিসেবে ধর্মদ্বেশনা প্রদান করেন খাগড়াছড়ি বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন