‘পাহাড়ি বাঙ্গালী ভাই ভাই’ স্লোগানে আলীকদমে ‘মুরং সম্মেলন’ পালন করল ম্রো উপজাতীরা

alikadam-morung-confarence-news-pic-1-copy

আলীকদম প্রতিনিধি:

‘পাহাড়ি বাঙ্গালী ভাই ভাই, আমরা সবাই শান্তি চাই’ শ্লোগানকে প্রতিপাদ্য করে রবিবার বান্দরবানের আলীকদমে মুরুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জুবায়ের সালেহীন, এনডিইউ, পিএসসি।

মুরুং কল্যাণ সংসদের আয়োজনে আলীকদম সেনা জোনের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষ্যে বেলা এগারটায় মুরুং কমপ্লেক্স থেকে বের হওয়া র‌্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সেনা কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

দুপুরে জোন সদরে ১৮ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল সারওয়ার হোসেন, পিএসসি’র সভাপতিত্বে উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন।

এছাড়াও পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা, চিংইয়ং ম্রো, ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, চাথুইপ্রু মার্মা হেডম্যান, খামলাই ম্রো মেম্বার ও চংতাই ম্রো বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন