পাহাড়ি নারীদের অন্যরকম পরিশ্রমী জীবন!

fec-image

10537059_818243541542570_805410891536589556_n

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালা উপজেলায় উপজাতীয় শ্রমজীবী নারীরা কঠোর পরিশ্রমী জীবন যাপন করে। দিনভর হাড়ভাঙ্গা খাটুনি শেষে পরিবারের কথা বিবেচনা করে নিজেদের বাগানে উৎপাদিত বিভিন্ন ফলদ ও শাক-সবজি বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

দীঘিনালা উপজেলাধীন প্রত্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,তারা পরিবারের দৈনন্দিন রান্না বান্নার পাশাপাশি বনে ও বাগানে গিয়ে বিভিন্ন কৃষি বা কৃষিজাত কাজ করে থাকেন।

পরে বাগান থেকে ফেরার সময় বিভিন্ন জুমে উৎপাদিত ফল, শাকসবজি  সংগ্রহ করে তা বিক্রির জন্য পড়ন্ত বিকেলে বাজারে নিয়ে আসেন।এদের মধ্যে যাদের বাগান করার মতো সামর্থ নেই তারা চৈত্রের প্রচণ্ড খরা বা উত্তাপকে উপেক্ষা করে বন থেকে কাট কেটে বাজারে বিক্রি করে পরিবারের খাবারের যোগান দেয়।

10593130_818238868209704_3131421595931563153_n
এ ছাড়া তারা ছোট নদী-ঝিরি থেকে শামুক-ঝিনুক ও বন থেকে মাশরুম, কলার মোচা, ঢেকির শাক, বাঁশকোরুল, কচুর লতাসহ প্রভৃতি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে। শামুক, ঝিনুক ও কাকড়া উপজাতীয়দের জন্য অত্যন্ত প্রিয় খাবার বলে এর চাহিদাও অনেক।

উপজাতীয় শ্রমজীবী নারীরা পাহাড় থেকে সংগৃহীত এসব পণ্য নিয়ে উপজেলা শহরের বাস টার্মিনাল  সংলগ্ন লারমা স্কয়ারে প্রধান সড়কের পাশেই বসে বিক্রি করে। ক্রেতারা এসব পণ্য কিনে নিলে, এতে তারা জীবিকা নির্বাহ করার মত সামান্য অর্থ আয় করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন