পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৮


নিজস্ব প্রতিনিধি :

রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় উদ্ধার কাজ আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করার পর শনিবার সকালে আরও দুটি মরদেহ দুটি উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮-তে।

শনিবার দুটি উদ্ধার হওয়ায় পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত রাঙামাটিতেই ১১৫ জন প্রাণ হারিয়েছে। এছাড়া চট্টগ্রামের মোট পাঁচ জেলায় মৃত্যু হয়েছে মোট ১৫৮ জনের।

ধংস্তূপের ভেতর আরও লাশ থাকতে পারে এ ধারণায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আবার রাঙামাটিতে উদ্ধার কাজ শুরু করেছে রাঙামাটি ফায়ার সার্ভিস। শনিবার সকাল থেকে শহরের মুসলিমপাড়া ও লোকনাথ মন্দির এলাকায় উদ্ধার কাজ শুরু হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, পাহাড়ধসে নিহতদের মরদেহ পানিতে ভাসছে এমন তথ্যের ভিত্তিতে তারা উদ্ধার কাজ শুরু করেন। শহরের এ দুটি এলাকায় পাহাড়ধসে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তারা কাজ অব্যাহত রেখেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন