পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী বাতিলের দাবিতে মহালছড়িতে হরতাল চলছে

20160810_101230 copy

মহালছড়ি প্রতিনিধি:

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধিত) আইন-২০১৬ বাতিলের দাবিতে মহালছড়িতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পার্বত্য বাঙালি সংগঠনগুলোর ডাকে এ হরতাল কর্মসূচি পালিত হচ্ছে।
দোকানপাট বন্ধ রয়েছে, হরতালের সমর্থনে কোথাও কোথাও পিকেটিং চোখে পড়লেও দুরপাল্লা ও অভ্যন্তরীর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রপ্ত কর্মকতা মো. সেমায়ুন কবির চৌধুরী জানান, এখন পর্যন্ত উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মহালছড়িতে সকালে হরতালের সমর্থনে পিকেটাররা মহালছড়ি -খাগড়াছড়ি সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। এখন পর্যন্ত উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এ হরতাল চলছে বলে জানা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জেলার সর্বত্র অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬ এর খসড়া অনুমোদন দেয়া হয়। এই সংশোধিত আইন বাতিলের দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছে বাঙালি সংগঠনগুলো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন