পার্বত্য ভূমি কমিশন পুরোদমে কাজ শুরু করেছে- বিচারপতি আনোয়ারুল হক

Bandarban land commision pic16.1

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিস্পত্তি বিষয়ক কমিশন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক বলেছেন, তিন পার্বত্য জেলায় ভূমি বিরোধ নিস্পত্তিকরণের লক্ষ্যে গঠিত কমিশন জেলা পর্যায়ে পুরোদমে কাজ শুরু করেছে। পর্যাপ্ত তহবিল জনবল এবং বিধিমালা প্রণয়ন কাজ শেষ হওয়ার পরপরই পাহাড়ের ভূমি বিরোধ সংক্রান্ত প্রায় ২৩ হাজার আবেদনের শুনানী আনুষ্ঠনিকভাবে শুরু করা হবে। সোমবার ঘন্টাব্যাপী ভূমি কমিশনের রুদ্ধদার বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো জানান, কমিশনে এপর্যন্ত ২২ হাজার ৮শ৭৮টি আবেদন জমা পড়েছে এর মধ্যে বান্দরবানে ৪হাজার ৫ শত ৬৫, রাঙামাটিতে ৯হাজার ৯শত ৪০ এবং খাগড়াছড়িতে ৮ হাজার ৩ শত ৭৩টি ভূমি বিরোধ সমস্যার দরখাস্ত কমিশনে জমা পড়েছে ।

কমিশনের বান্দরবান জেলায় এটিই ছিল প্রথম বৈঠক। এর আগে অন্য দুই পার্বত্য জেলায় বৈঠক করেছে কমিশন।

বান্দরবান সার্কিট হাউজের সভাকক্ষে ভূমি কমিশন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের সভাপতিত্বে কমিশন সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, সদস্য বোমাং রাজা প্রকৌশলী উচপ্রু চৌধুরী, রাঙামাটি চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি অংশৈ প্রু, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মং রাজা সাচিং প্রু এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুর রশিদ মোমিনসহ কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। বৈঠক পরিচালনা করেন কমিশনের ভারপ্রাপ্ত সচিব সোয়েব উদ্দিন।

সভা শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেন, জনবল নিয়োগ, বিধিমালা প্রণয়ন, পার্বত্য জেলাগুলোতে কমিশনের শাখা অফিস শুরু করণসহ ভূমিকমিশনের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

পুনর্গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি নিস্পত্তিকরণ বিষয়ক বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ভূমি কমিশন চেয়ারম্যানের নিকট অফিসের কাজে ব্যবহারের জন্য একটি কম্পিউটার সেট প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন