পার্বত্য পরিস্থিতি নিয়ে এমপি চিনু’র উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি:

পাহাড়ের অস্থির পরিস্থিতি নিয়ে এমপি ফিরাজা বেগম চিনু গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার (১৭ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি এ কথা উল্লেখ করেন।

ফেইসবুকে তার প্রতিক্রিয়ায় বলেন,’’ মনটা অস্থির। কি হচ্ছে আমার প্রিয় জন্মভূমি রাঙামাটিতে ? সকলেই নোংরা খেলায় মেতেছে। এটা মঙ্গলজনক নয়। সকলকে তাদের গণতান্ত্রিক অধিকার দিতে হবে। পার্বত্যঞ্চলে বসবাসরত আমরা সবাই মানুষ। সবাই মিলে মিশে থাকতে চাই। সকলের বিপদে সকলে থাকবো, একটা মানুষের এটাই ধর্ম হওয়া উচিত। যারা অপরাধী তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করবো। অসহায়ের পাশে দাঁড়াবো। সুন্দর পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে সকলে হাতে হাত রেখে কাজ করবো। এভাবে হতে পারে না?

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “পার্বত্য পরিস্থিতি নিয়ে এমপি চিনু’র উদ্বেগ”

  1. এভাবেই হওয়া উচিত .
    ম্যাডাম ।

    রক্ত দিয়ে কেনা এই , ” মা মাটি

    কে ”

    বিধায়ক দের একটু “আলাদা” ভাবে

    বাস্তবতার নিরিক্ষে , আবশ্যই

    আন্তরিকতার সাথে প্রতি মুহুর্তে

    বিবেচনা করা উচিত । সিদ্ধান্ত নেওয়া

    উচিত ।

    কোথাও এর অভাব দেখলে মনে

    শুধু কষ্ট পাই । আমরা যে তৃন মুল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন