পার্বত্য চুক্তির ফলে পাহাড়ে যুদ্ধাবস্থা পরিস্থিতির অবসান হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেনে, পার্বত্য চুক্তির ফলে পাহাড়ে যুদ্ধাবস্থা পরিস্থিতির অবসান হয়েছে। পার্বত্য এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় সুষম উন্নয়নের অংশীদার হয়েছে পার্বত্য জনপদের বাসিন্দারা।

তিনি শুক্রবার(১ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবন থেকে পার্বত্য শান্তি চুক্তির দু’দশক পূর্তিতে খাগড়াছড়ি জেলাবাসীর উদ্দেশ্যে দেওয়া ভিডিও কনফারেন্সে এ কথা বলেন। বিএনপি-জামাত জোটের কারণে শান্তিচুক্তি বাস্তবায়নে ধীরগতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পার্বত্য শান্তি চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে। বিশ্বে আর কোথাও এত দ্রুত চুক্তি বাস্তবায়নের নজির নেই। ইতিমধ্যে চুক্তির ৭২ শর্তের  মধ্যে ৪৮টিই বাস্তবায়িত হয়েছে। চুক্তির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি ভূমি বিরোধ জটিলতাও নিরসনে তিনি সকল মহলের সহযোগিতা চান। শীঘ্রই এ সমস্যার সমাধান হবে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন