Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনার বিকল্প নাই: প্রতিমন্ত্রী বীর বাহাদুর

থানচি প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। আগামি দিনে মুক্তিযোদ্ধা চেতনার সঠিক গণতন্ত্র স্বাধীনতা স্বপক্ষে কাজ করুন এবং দেশের উন্নয়নের নৌকা হবে একমাত্র পার্বত্য জনপদে উন্নয়নের প্রতীক ।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থানচি উপজেলা পরিষদের প্রাঙ্গনের পরিষদ ভবন নির্মাণে শুভ উদ্বোধনী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য এক সময়ের দুর্গম জনপথ ছিল বান্দরবানে থানচি উপজেলা। সে দুর্গমতা কাটিয়ে আজকের মডেল উপজেলা হিসেবে রুপান্তর হয়েছে । এখনও অনেক বাকি রয়েছে বড় মদক ,রেমাক্রী, তিন্দু অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে অচিরেই থানচি হবে একটি পর্যটন শহর।

থানচি উপজেলা গেল ১০ টি বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আওতায় ৪৫ কোটি টাকা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আওতায় ৩৭ কৌটি টাকা এবং বান্দরবান জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় ও জেলা, উপজেলা প্রশাসন কর্তৃপক্ষে অসংখ্য ব্রীজ কালভার্ড, ক্যং গির্জা, মন্দির, মসজিদ, কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে ।

থানচি থেকে লিটক্রে পর্যন্ত সড়ক রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে । উন্নয়নের ধারাবাহিকতায় রাখতে নৌকা কোন বিকল্প নেই । জনসভা আগেই সকাল ১০টায় খাদ্য বান্ধব কর্মসূচী আওতায় ১০ টাকা মূল্যে চাউল বিতরণ কেন্দ্র উদ্বোধন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ৩০ লক্ষ টাকা ব্যয়ের বলিবাজার মুসলিম পাড়ায় জামের মসজিদ ভবন নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ের নাইন্দারী পাড়া বৌদ্ধ বিহার ভবন নির্মাণ, সাড়ে তিন কোটি টাকা ব্যয়ের ডুকলোক ঝিড়িতে আর সিসি গার্ডার ব্রীজ নির্মানের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অর্থায়নের প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে থানচি উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ( উপজেলা পরিষদ কমপ্লেক্স) ভবন উদ্বোধন, বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠ দান অনুমোদনের শুভ উদ্বোধন করেন । শেষে উপজেলা পরিষদ ও হাসাপাতালের রোগী পরিবহনের ৪টি ইজ্ঞিন বোট, এলজিএসপি-৩ আওতায় মাইক বিতরণ করেন।

মত বিনিময় সভা সভাপতিত্ব করেন, বান্দরবানে জেলা প্রশাসক দাউদুল ইসলাম। বিশেষ অতিথি মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, ৩৮ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, নির্বাহী অফিসার আরিফুল ইসলাম মৃদুল, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ক্যসাপ্রু মারমা, টিংটিংঞো মারমা, পিলিপ্স ত্রিপুরা, থোয়াইহ্লামং মারমা, জনসংহতি সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী ইয়াছিন মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী রবিউল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশরাফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন