পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোকে বয়কটের আহ্বান জানিয়েছেন দীপংকর তালুকদার

dipongkor

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোকে বয়কটের আহ্বান জানিয়েছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।সোমবার রাঙ্গামাটির দুর্গম এলাকা সাজেকে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

 

এ সময় তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে৷ কিন্তু পার্বত্য অঞ্চলের কতিপয় আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীদের কারণে সরকারের উন্নয়ন কাজ জনগণের নিকট সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না৷ তাই তিনি সন্ত্রাসীদের দ্বারা বিভ্রান্ত না হয়ে এদেরকে বয়কট করতে হবে এবং আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধি তরান্বিত করতে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহবান জানান৷

উল্লেখ্য, সোমবার রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ভ্যালীর রুইলুই এলাকায় অসহায় দুই শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন দীপংকর তালুকদার ৷জানা গেছে, দুর্গম এলাকার পাহাড়ী জনগোষ্ঠীর কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে সাবেক প্রতিমন্ত্রী এ সকল শীত কম্বল বিতরণ করেন ৷

সাজেকের রুইলুই পাড়ার কম্বল বিতরণকালে স্থানীয় মৌজা হেডম্যান এল থাংগা পাংখোয়া এবং সাজেক আওয়ামীলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন৷

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন