Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

পার্বত্য চট্টগ্রামের অপার সম্ভাবনাকে তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানালেন ব্রি. জেনারেল তোফায়েল

11137403_803450893082533_540880704_o copy
সিনিয়র স্টাফ রিপোর্টার :

সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়ে ২৪, পদাতিক আর্টিলারী ব্রিগেড‘র গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি বলেছেন, সাংবাদিকরা সমাজ বদলের হাতিয়ার। সাংবাদিকরাই পারে এ ঘুনেধরা সমাজে পরিবর্তন আনতে।

সাংবাদিকদেরকে পাহাড়ের অপার সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরার আহবান জানিয়ে বলেন, দেশের এক-দশমাংশ ভূখণ্ড এক সম্ভাবনার নাম। এ পার্বত্য চট্টগ্রাম-ই পাল্টে দিতে পারে দেশের অর্থনীতির চিত্র। এখানে হাজার হাজার বেকারের কর্মসংস্থান সুষ্টি হতে পারে। একথাগুলো নিজেদের লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।

তিনি শুক্রবার সকালে গুইমারা রিজিয়িনের আওতাধীন মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড়, লক্ষীছড়ি ও গুইমারার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

গুইমারা রিজিয়ন সদর দপ্তরের অফিসার্স মেসে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রিয়াজুল কবীর, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবদুল বাতেন খান, সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রাব্বি আহসান, পলাশপুর ৪০, বিজিবি‘র অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান, যামিনীপাড়া ২১, বিজিবি‘র অধিনায়ক লে. কর্নেল আমিনুল হক, রামগড় ১৬, বিজিবি‘র অধিনায়ক লে. কর্নেল জাহিদ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আবদুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের চাঁদাবাজির প্রসঙ্গ উল্লেখ করে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তাদের চাঁদাবাজির টাকা কোথায় যায়, কি কাজে ব্যবহার হয় এমন প্রশ্ন তুলে তিনি বলেন, এসব বিষয়ে সাংবাদিকদের স্বোচ্চার ভূমিকা রাখতে হবে।

বক্তব্য প্রচারের সময় আংশিক নয় পুরো বক্তব্য প্রচারের আহবান জানিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি বলেন, আংশিক বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই কোন সাংবাদিকের প্রেরিত সংবাদের মাধ্যমে বিভ্রান্তি কাম্য হতে পারেনা।

অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সাংবাদিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি বলেন, সৎ সাংবাদিকতাকে আমরা বরাবরই উসাহিত করেছি। তারই ধারাবাহিকতায় তিনি ভবিষ্যতে জাতীয় পত্রিকায় ভিন্নধর্মী রিপোর্টের জন্য সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন