পার্বত্য অঞ্চলের প্রত্যেক ছেলে মেয়েকে স্কুলমুখী করতে হবে

রাঙ্গামাটি প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের প্রত্যেক ছেলেমেয়েকে স্কুলমুখী করতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী হয় সে ব্যবস্থাও নিতে হবে।

শনিবার (৩০জুন) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাঙ্গামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম ক্রয়ের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নূরুল আমিন একথা বলেন।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত-সচিব সুদত্ত চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ শাহাজাহান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দ যথাক্রমে অংসুই প্রু চৌধুরী, ত্রিদীব কান্তি দাশ, রেমলিয়ানা পাংখোয়া এবং নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রমুখ।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে রাঙ্গামাটি জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা করে ৩৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানগুলি হলো, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওমদামিয়া জুনিয়র হাইস্কুল, শহীদ আবদুল আলী একাডেমি, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা, তৈয়বিয়া আইডিয়াল স্কুল, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, ত্রিপুরাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বসন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বাদলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, শহীদ সামশুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, কে আর সি উচ্চ বিদ্যালয়, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়, পোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, কাশখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, তারাবুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শীলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ঘাগড়া উচ্চ বিদ্যালয় এবং ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন