পার্বত্যাঞ্চলের পাহাড়ী হলুদের বাম্পার ফলন

TAR MARE (1) copy

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্যাঞ্চচলের পাহাড়ী হলুদের বাম্পার ফলন হয়েছে। দেশের বিভিন্ন জেলায় পাহাড়ী হলুদ পৌছে যাচ্ছে। তবে এবার হলুদের দাম সস্তা । রাঙ্গামাটি জেলার কাপ্তাইসহ দশটি উপজেলার পাহাড়ী হলুদ এবার বাম্পার ফলন হয়েছে। হলুদের দাম অন্যান্য বছরের তুলনায় এবার তাই অনেক কম।

কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় জুম চাষী মংওচিং মারমা, সাওলাচিং চাকমা বলেন, এবার পাহাড়ে ব্যাপক পড়িমাণে হলুদের চাষ  হয়েছে। প্রচুর জুম চাষও হয়েছে। যেখানে অন্য বছর হলুদের দাম ছিল কেজি প্রতি ১২০থেকে ১৩০টাকা। এবার তা কমে দাঁড়িয়েছে ৯০হতে ৯৫টাকা।

যে পরিমাণ চাষ হয়েছে তার তুলনায় দাম একেবারে কম বলে উল্লেখ করেন। কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক বাঙালী-পাহাড়ী বাজার হতে চট্রগ্রাম এবং ঢাকার বিভিন্ন স্থানের ব্যাপারীরা এসে উপজেলার পাহাড়ী চাষিদের নিকট হতে সকল হলুদ ক্রয় করে নিয়ে যাচ্ছে।

চট্রগ্রাম খাতুনগঞ্জ এলাকার ব্যাপারী কামাল জানান, ’’অন্য বছরের চেয়ে এবার হলুদের দাম অনেক কম। গত বছর হলুদের মন ছিল ৩৫/৩৭শ’ টাকা, এবার সেই হলুদ ক্রয় করা হচেছ ২৯শ’ হতে ৩০০০টাকা দরে। তবে পাহাড়ী হলুদের রং ও মান অনেক ভাল। এর ব্যাপক চাহিদাও রয়েছে। ক্রয়কৃত হলুদ বাছাই করে বস্তা ভর্তি করে ট্রাকযোগে চট্রগ্রাম এবং ঢাকা নিয়ে যাচিছ। ভাল দামে তা বিক্রয় ও করছি।”

 

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন