পানছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান

KRISHI PIC copy

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নেরিকা আউশ ধান চাষের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রতান।

কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তার মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এক অনুষ্ঠানে আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা কৃষি অফিসার আলাউদ্দিন শেখসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।

মোট ১২০টি পরিবারের মাঝে প্রনোদনা সয়াহতা প্রদান করা হয়। প্রতিটি কৃষক পরিবারকে ১০ কেজি নেরিকা আউশ ধানের বীজ, ইউরিয়া সার ২০ কেজি, ডিএপি সার দশ কেজি ও এমওপি সার দশ কেজি প্রদান করা হয়। এ ছাড়াও আগাছা দমনের জন্য ৪০০ ও সেচ খরচের জন্য ৪০০ সহ মোট ৮০০ টাকা একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন