Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

পানছড়ির ৫ ইউপিতে রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা

A Lig Pic

শাহজাহান কবির সাজু:

জেলার পানছড়ি উপজেলার ৫টি ইউপির নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৩ এপ্রিল । এ নিয়ে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এরি মাঝে শুরু হয়ে গেছে ভোটারদের সাথে প্রার্থীদের নানান ভঙ্গিতে কুশল বিনিময়। সম্প্রতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তাদের চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করলেও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (এমএন লারমা) এখন পর্যন্ত নির্বাচনী মাঠে খেলতে নামেনি বলে জানা গেছে।

পানছড়ী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এ উপজেলার ৫টি ইউপিতে ভোট গ্রহণ আগামী ২৩ এপ্রিল। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ২৭ মার্চ, মনোনয়ন পত্র বাছাই হবে ২৯ ও ৩০ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল। অত্র উপজেলায় ৫টি ইউনিয়নে পুরুষ ২৩৫৯৩ ও মহিলা ২২৬৪৬ মিলে সর্বমোট ভোটারের সংখ্যা ৪৬২৩৯। যার মাঝে ১নং লোগাং ইউপিতে ৮৭৯৫, ২নং চেংগীতে ৫৭৯৯, ৩নং পানছড়িতে ১৬২৫৯, ৪নং লতিবানে ৬২৫০ ও ৫নং উল্টাছড়ি ইউনিয়নে ৭৯৩৭ জন ভোটার রয়েছে। নতুন ভোটার যোগ হলে এর সংখ্যা বাড়তে পারে বলেও জানা গেছে।

পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়া ও সাধারণ সম্পাদক জয়নাথ দেব জানান, নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ১নং লোগাং ইউপিতে উপজেলা যুব লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন সাহা, ২নং চেংগীতে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান সাধন চন্দ্র চাকমা, ৩নং পানছড়িতে উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন আহবায়ক নাজির মাহামুদ, ৪নং লতিবানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিরণ ত্রিপুরা ও ৫নং উল্টাছড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আহির উদ্দিন।

অপরদিকে ধানের শীষ প্রতিকের দলীয় প্রার্থী চূড়ান্ত বলে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মো. বেলাল হোসেন। ১নং লোগাং ইউপিতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন পানছড়ি শহীদ জিয়া পরিষদের সভাপতি সৈয়দ এম এ বাশার, ২নং চেংগী ইউপিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিশান চাকমা, ৩নং পানছড়ি ইউপিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মো. আবু তাহের, ৪নং লতিবান ইউপিতে ইউনিয়ন বিএনপির সভাপতি অক্ষয় ত্রিপুরা ও ৫নং উল্টাছড়ি ইউপিতে উপজেলা বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক রিপন ত্রিপুরা (দীপন) বলে জানা গেছে। ধানের শীষ প্রতীক নিয়ে ভালো ফলাফল করার ব্যাপারে সবাই আশাবাদী বলে এ প্রতিবেদককে জানায়।

আর ইউপিডিএফ’র পক্ষ থেকে ১নং লোগাং ইউপিতে প্রতুত্ত্যর চাকমা, ২নং চেংগীতে কালাচাঁদ চাকমা, ৩নং পানছড়িতে প্রিয়ংকর চাকমা, ৪নং লতিবানে শান্তি জীবন চাকমা ও ৫নং উল্টাছড়িতে বিজয় কেতন চাকমা প্রার্থী হচ্ছে বলে পার্টি সূত্রে জানা যায়।

এদিকে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (এমএন লারমা) এখন পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নাম ঘোষণা করেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন